এই মুহূর্তে কলকাতা

ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ থেকে নজর ঘোরাতেই রাজ্যে সিবিআই এর তল্লাশি, অভিযোগ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৭ জুন:- করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার প্রকৃত কারণ ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে। ওই ঘটনা থেকে নজর ঘোরাতেই রাজ্যে সিবিআইকে তল্লাশি অভিযানে নামানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারের হাতে ঘোষিত ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ-সুবিধা তুলে দেওয়ার পর তিনি আরও একবার রেল দুর্ঘটনার পিছনের প্রকৃত সত্য উদ্ঘাটনের জোরালো দাবি তোলেন।

তদন্তের গতিপ্রকৃতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, করমন্ডল দুর্ঘটনা শতাব্দীর সবথেকে বড় দুর্ঘটনা। কিন্তু এত বড় ঘটনা কি করে ধামাচাপা দেওয়া যায় তার প্রচেষ্টা চলছে। প্রকৃত ঘটনার কোন তদন্ত হচ্ছেনা। সেখান থেকে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে। অন্যদিকে ওই ঘটনা থেকে নজর করাতে রাজ্যে সিবিআইকে দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।। কিন্তু এসব করে এত বড় ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী।