হাওড়া, ৪ জুন:-হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত স্পেশাল ট্রেন চালালো দক্ষিণ পূর্ব রেল। রবিবার সকাল ১১.১৫ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স এর ২২ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে ট্রেনটি। মূলত দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের পরিবারের লোকজনেরা যাতে যেতে পারেন সেকারণেই এই স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে।
তবে এই ট্রেনে আহত কিংবা মৃত যাত্রীদের পরিবারের কোনও লোকজনকে এদিন কার্যত হাওড়া স্টেশনে দেখা যায়নি। সাধারণ কিছু যাত্রীকে যেতে দেখা গেছে। এপ্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের ডিভিশনাল চিফ ট্রান্সপোর্টেশন ইন্সপেক্টর নির্মাল্য বর্মন জানান দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের পরিবারের জন্য এই ট্রেন চালানো হলেও যেহেতু প্রত্যেকটা স্টেশনে এই ট্রেন থামবে তাই সাধারণ যাত্রীরাও এখানে অনেকে যাচ্ছেন। রেলের তরফ থেকে স্পেশাল ট্রেন পেয়ে খুশি যাত্রীরা। কারণ ওই রুটে একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।