এই মুহূর্তে জেলা

স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনা গৃহবধূর।

হুগলি, ১ জুন:- পান্ডুয়ার হরাল মাঝেরপাড়া এলাকায় স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়ি দরজার সামনে ধরনায় বসলে চার মাসের অন্তঃসত্তা গৃহবধু। খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ গৃহবধুকে উদ্ধার করে নিয়ে যায় পান্ডুয়া থানায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় 2022 সালের অক্টোবর মাসে গুরাপের খানপুর এলাকার এক যুবতীর সঙ্গে হরাল মাঝেরপাড়া এলাকার সৈয়দ আমিনুল ইসলামের বিয়ে হয়। বিয়ের মাস দুই পর থেকে ই দাম্পত্য কলহ চলতেই থাকে প্রায়শই। এমনকি অশান্তির জেরে স্বামীর হাতে মারও খেতে হয় ওই গৃহবধুকে।শেষমেষ গত ১১ই মে দুপুর বেলায় গুরাপে গৃহবধুকে বাপের বাড়ি দিতে যাওয়ার পথে আমিনুর চম্পট দেয়। তারপর থেকেই আমিনুরের সঙ্গে আর যোগাযোগ নেই ওই গৃহবধুর। গৃহবধু জানায় সে চার মাসের অন্তসত্বা।

স্বামীকে যোগাযোগ করতে না পেরে তার শশুর শাশুড়িকে জানতে চাইলে কোন সহযোগিতা করেনি শ্বশুর-শাশুড়ি। বিপাকে পড়েন ওই গৃহবধু। শেষমেষ গতকাল বেলা তিনটে নাগাদ হরাল মাঝেরপারা এলাকায় শ্বশুরবাড়ির দরজার সামনে ধরনায় বসে ওই গৃহবধু। রাত দশটা নাগাদ তার শশুর শাশুড়ি দরজায় তালা বন্ধ করে বেরিয়ে যায় বাড়ি থেকে। কার্যত সারা রাত ঘরের বাইরেই কাটল ওই অন্তসত্বা মহিলার। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ গৃহবধূকে তার স্বশুর বাড়ি থেকে উদ্ধার করে পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ গৃহবধূর পরিবারের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছে বলে জানান। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি পান্ডুয়া থানায়।