এই মুহূর্তে কলকাতা

এগরায় বিস্ফোরনে নিহত ও আহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৭ মে:- এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানার বিস্ফোরণে নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে সকাল ১১টা নাগাদ তিনি সেখানে পৌঁছান। তারপর ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। বলেন এগরার ঘটনা সরকারের চোখ খুলে দিয়েছে। অবৈধ বাজি কারখানায় কাজ করে আর কারও জীবন যেন নষ্ট না হয় সরকার তা দেখবে। এজন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

আগামী দু’মাসের মধ্যে তার রিপোর্ট আসবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ফাঁকা জায়গায় শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজির ক্লাস্টার তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে মানুষের কাজ ও থাকে আবার দুর্ঘটনাও না ঘটে। তিনি নিহতদের পরিবারের হাতে আড়াই লক্ষ করে টাকা ক্ষতিপূরণ তুলে দেন এবং পরিবার পিছু একটি করে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পড়ুয়া সদস্যদের পড়াশোনা চালানোর অসুবিধা হলে সেটাও প্রশাসন দেখবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।