এই মুহূর্তে জেলা

অ্যাম্বুলেন্সে দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার উদ্যোগ রাজ্যের।


কলকাতা , ২৫ মে:- অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। সম্প্রতি নবান্নে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এক বৈঠক হয়। সেই বৈঠকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কমিশনের ওপরই অর্পণ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পরিবহন সচিবের সঙ্গেও কথা বলেছে কমিশন।  বৈঠকের পর কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান

অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য রুখতে দ্রুত কড়া পদক্ষেপ নেবে কমিশন। তিনি জানান, অ্যাম্বুল্যান্সের ভাড়া কত হওয়া উচিত, তা আগেই কমিশন নির্দিষ্ট করে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অ্যাম্বুল্যান্স চালকেরা সেই ভাড়ার অতিরিক্ত টাকা দাবি করছেন বলে অভিযোগ। স্বাস্থ্যসাথীতে রোগী প্রত্যাখ্যান নিয়েও কমিশন একটি গাইডলাইন তৈরি করতে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান।