এই মুহূর্তে জেলা

নির্ধারিত সময়েই আজ হাওড়া থেকে ছেড়েছে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস।

হাওড়া, ২৩মে:- রবিবার বিকেলে পুরী থেকে ফেরার পথে ওডিশায় বৈতরণী নদী ব্রিজের উপর প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিল হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্রবল ঝড়ে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটেছিল। এরপর নির্ধারিত সময়ের অনেক পর রবিবার রাত প্রায় তিনটে নাগাদ হাওড়ায় এসে পৌঁছেছিল ওই ট্রেন। দ্রুত মেরামতি সম্ভব না হওয়ায় ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে মঞ্জুরি রোড পর্যন্ত আনা হয়।

এরপর কেন্দ্রপাড়ায় ট্রেনটিকে দাঁড় করিয়ে মেরামত করা হয়। সোমবার হাওড়া-পুরী বন্দে ভারত বাতিল করে গাড়িটির ইঞ্জিন সহ ট্রেন মেরামত করা হয়। এরপর মঙ্গলবার থেকে ফের নির্ধারিত সময়েই শুরু হয়েছে ওই ট্রেনের যাত্রা। রবিবারের সমস্যার জেরে একদিন বন্ধ থাকার পর ফের চালু হলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এদিন সকাল ৬-১৫ নাগাদ ট্রেন ছাড়ে হাওড়া স্টেশন থেকে।