প্রদীপ বসু, ১৭ মে:- নসিবপুর গ্রামপঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ বাঁশ দিয়ে ভাঙলেন সিঙ্গুর থানার সিভিক ভলেন্টিয়ার। সিসি টিভি ফুটেজ প্রকাশ্যে।নসিবপুর থেকে নান্দা যাওয়ার রাস্তায় মানুষের সুবিধার জন্য হুগলি জেলা আরএমসি এর অর্থে লাগানো হয়েছিল হাই মাস্ট লাইট। আর সেই লাইট বাঁশ দিয়ে ভেঙে দিতে দেখা গেলো সিঙ্গুর থানার সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ ধারাকে।
এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় নসিবপুর পঞ্চায়েতের তরফ থেকে সিঙ্গুর থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কেনো মানুষের সুবিধার জন্য লাগানো হাই মাস্ট লাইট ভেঙে দিলো তার কোনো সদুত্তর পাওয়া যায়নি।