প্রদীপ বসু, ১৩ মে:- ডেঙ্গুর প্রভাব না পড়লেও, আগাম সর্তকতা হিসাবে চন্দননগরের মহাকুমা শাসক অয়ন দত্ত গুপ্ত পৌর এলাকা গুলি পরিদর্শন করছেন। পাশাপাশি মানুষকে সজাগ করতে সচেতনতার বার্তাও দিচ্ছেন।শনিবার চাঁপদানি পৌরসভার ১৪ ও ২২ নং ওয়ার্ড এ বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করলেন। বাড়ির লোকজনদের বললেন ডেঙ্গু এখনো পর্যন্ত হয়নি। তবুও আপনাদের সতর্ক থাকতে হবে। বাড়ির সামনে জল জমতে দেবেন না। ডাবের খোলা, প্লাষ্টিক নর্দমায় ফেলবেন না।
অর্থাৎ কোন প্রকার এই ডেঙ্গুর লার্ভা জন্মাতে না পারে। পৌরপ্রধান সুরেশ মিশ্রকে সঙ্গে নিয়ে মহাকুমা শাসক এই অভিযানে সামিল হন। পৌর প্রধান জানান প্রতিবারই এই ভাবেই আমরা আগাম সতর্কতা জারি করি স্থানীয় মানুষের উদ্দেশ্যে। এবারেও তার ব্যতিক্রম নয়। পুরসভা যেমন নাগরিকদের পাশে থাকবে, নাগরিকদের উচিত পুরসভার সঙ্গে সহযোগিতা করে চলা। তবেই ডেঙ্গু দমন করা সম্ভব হবে।