হাওড়া, ৯ মে:- আজ রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে সন্ধেয় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের এই রবীন্দ্র জয়ন্তীতে কলকাতা সফর নিয়ে মঙ্গলবার রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “কবিগুরুর আবেগটা বুঝতে গেলে কালচার দরকার। এই আবেগ, এই সংস্কৃতি সেটা সকলের মধ্যে আসে না। এই নিয়ে আমি কোনও আলোচনা বা সমালোচনা করতে রাজি নই। তবে একটা কথা বলতে হয় কবিগুরুর মূল্য দিতে গেলে আলাদা কালচার দরকার হয়।” নোবেলজয়ী অমর্ত্য সেনের বিষয়ে এদিন প্রশ্ন করা হলে অরূপ রায় বলেন, “অমর্ত্য সেন বাংলার মানুষ। তিনি নোবেলজয়ী।
তিনি আমাদের কাছে শ্রদ্ধার মানুষ। সেই শ্রদ্ধা অমর্ত্য সেন চিরকাল আমাদের মধ্যে পাবেন। কিন্তু ওনার সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, এটা অত্যন্ত অন্যায়। যারাই করে থাকুন এটা ভুল করছেন।” রবীন্দ্রনাথের নোবেল চুরির সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে অরূপ রায় বলেন, “যারা সিবিআই সিবিআই করে লাফাচ্ছেন এটা তারাই বলতে পারবেন। এটা যারা করছেন তাদেরকে মানুষ চিনছেন। তাদেরকে মানুষ বুঝছেন।” উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে মঙ্গলবার ২৫ বৈশাখ হাওড়ার শরৎ সদন (১) নং হলে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে “নৃত্যে, সঙ্গীতে, কবিতায় কবিগুরু বন্দনা” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী স্বপ্না ঘোষাল, দীপঙ্কর চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, রঞ্জন মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।