হাওড়া, ৯ মে:- মানুষের মধ্যে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের লক্ষ্যে রবীন্দ্র জয়ন্তীর দিন রাখীবন্ধনের আয়োজন করা হলো হাওড়ার বালিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিনে মঙ্গলবার বালির নিক্কন এর তরফ থেকে প্রতি বছরের মতো এবারও প্রভাত ফেরীর আয়োজন করা হয়। এই প্রভাত ফেরীতে অংশ নেন বালির বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সদস্য সদস্যরা। অনুষ্ঠানের এবছর ২৪তম বর্ষ।
প্রত্যেক বছরের ন্যায় এবারেও একটি বিষয়কে ভাবনা করে (রবীন্দ্রনাথের ভাঙা গান) এই রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করা হয়। এর সঙ্গে ছিল রবীন্দ্রনাথের গান, রবীন্দ্র কবিতা পাঠ এবং রবীন্দ্রনাথের নাটক। এছাড়াও নিক্কনের তরফ থেকে এবার রাখীবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কবিগুরুর জন্মদিনে এই রাখীবন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন। সকলের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধন করা হয় সংস্থার তরফ থেকে।