হাওড়া, ৯ মে:- বেলুড়ের মলে পুলিশি আচরণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। বেলুড়ের রঙ্গোলি মলে গতকাল দ্য কেরালা স্টোরি সিনেমা প্রদর্শন বন্ধ করাকে কেন্দ্র করে পুলিশের আচরণ ও তৃণমূল সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদ জানিয়ে এদিন বালি বিজেপির তরফ থেকে সন্ধ্যে সাতটা থেকে রঙ্গোলির সামনে গিরিশ ঘোষ রোড অবরোধ করে। প্রায় আধ ঘন্টা পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষিত হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে দিয়ে জানানো হয়েছে রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতা সহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এদিকে, রাজ্য সরকারের সিদ্ধান্তের পর সক্রিয় হয়েছে পুলিশ। হাওড়ার বেলুড়ের একটি বহুজাতিক মলে মাল্টিপ্লেক্সে কেরল স্টোরি দেখতে আসা দর্শকদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে ভিডিও ভাইরাল হয়। ওই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়েই পথে নেমেছে বিজেপি।