উঃ২৪পরগনা, ২৭ এপ্রিল:- বরানগর পৌরসভার অন্তর্গত নপাড়া মেট্রোর সামনে এক প্লাস্টিকের প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে। ৭৬ নম্বর একে মুখার্জি রোড একটি ইন্ডাস্ট্রিয়াল আছে সেই এরিয়ার মধ্যে দোতলা এবং তিনতলা দীর্ঘ কুড়ি থেকে 25 বছরের পুরনো প্লাস্টিক প্রিন্টিং কারখানা। এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্যাকেটের উপরে প্রিন্ট করা হয়। বালাজি ট্রেডিং এখানে সকাল ১১:৩০ নাগাদ আগুন লাগে সেই ভয়াবহ আগুনে পুড়ে ছারখার হয়ে যায় দোতলা এবং তিনতলা যেহেতু ভিতরে প্লাস্টিক এবং বিভিন্ন রকমের ধার্য পদার্থ থাকায় খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে ফায়ার ব্রিগেডের চারটে গাড়ি মহানগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সিইএসসি ইলেকট্রিক সাপের লাইন কেটে এবং
এলাকার মানুষের সহযোগিতায় এই আগুন নিভানোর কাজ করে যেহেতু ঢুকতে পারেনি ছোট গাড়ি দিয়ে চারটে বড় গাড়ি দিয়ে এবং বাগজোলা খালের থেকে জল নিয়ে এলাকার মানুষের সহযোগিতায় এই আগুন আয়ত্তে আনে ফায়ার ব্রিগেড এবং পাশে গেঞ্জি বসে আছে সেখানে তিন চারটে বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সেই অঞ্চলের মানুষেরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং কোন কেউ দোতলা ছাদের থেকে তাদের উদ্দেশ্যে বলে পুনরায় আবার কারখানা চালু হবে এখানে কারখানা চলবে এই কথা শুনতে পেরে আবার পাশে বসতি অঞ্চলের মানুষ গিয়ে বিক্ষোভের ফেটে পড়ে এবং পুলিশের সাথেও কথা কাটাকাটি হয় এবং বস্তি অঞ্চলে উত্তেজিত মানুষের একটাই কথা এখানে নিয়ম মেনে কারখানা চালাক তাতে অসুবিধা নেই এবং আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এই নিয়ে তিনবার একই জায়গায় আগুন লাগলো