হুগলি, ২৫ এপ্রিল:- জঙ্গি যোগে নাসিমুদ্দিন শেখ নামে একজনকে গ্রেফতার করল রাজ্য এসটিএফ মঙ্গলবার ভোরে হুগলির দাদপুর থানার হাজিপাড়ায় ধৃতের মামার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। আদতে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার শেরপুরের বাসিন্দা নাসিমুদ্দিন। মামা শেখ গোলাম মোস্তাফা জানান, ভাগ্নে গত রবিবার বিকেল ৫ টা নাগাদ তাঁদের বাড়িতে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এ দিন ভোর ৫ টা নাগাদ এসটিএফের জনা দশেকের একটি দল ওই বাড়িতে হানা দেয়। কয়েকজন ঘরে ঢুকে নাসিমুদ্দিনের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপরেই তাকে নিয়ে চলে যায় স্থানীয় থানায়। গ্রেফতার করে কলকাতার পথে নিয়ে যাওয়া হয়।