এই মুহূর্তে জেলা

সকাল থেকে চলে নমাজ পাঠ। খুশির ঈদ হাওড়ায়।

হাওড়া, ২২ এপ্রিল:- হাওড়াতেও পালিত হচ্ছে খুশির ঈদ। ঈদ উল ফিতর উপলক্ষে শনিবার সকালে হাওড়ার পিলখানা জামা মসজিদে হয় নমাজ পাঠ। শহরের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ নমাজ পাঠ শুরু করেন। নমাজ শেষে একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

টানা একমাস রোজা পালনের পর খুশির ঈদ আজ। রাগ, ঈর্ষা, দ্বেষ বর্জনের মাস হচ্ছে এই রোজার মাস। জেলার বিভিন্ন এলাকা ঈদ উপলক্ষে সেজে উঠেছে। কচিকাঁচা থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলেই খুশির ঈদ পালন করছেন। উত্তর হাওড়ায় ঈদে অংশ নেন বিধায়ক গৌতম চৌধুরী।