কলকাতা, ২২ এপ্রিল:- রেড রোডে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অশান্তি সৃষ্টিকারীদেরও একহাত নিলেন তিনি। শনিবার তিনি সোচ্চারে ঘোষণা করেন, জীবন দেব কিন্তু দেশ ভাগ করতে দেব না। পাশাপাশি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জনতাকে শান্তি বজায় রাখার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘সবাই শান্তিতে থাকুন। প্ররোচনায় পা দেবেন না। বাংলায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনও ভাবেই তা বরদাস্ত করব না।’ কেন্দ্র দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশের সংবিধান ও ইতিহাস বদলে দেওয়া হচ্ছে।
যা খুশি তাই করছে। এনআরসিও আনার চেষ্টা হচ্ছে। কিন্তু আমি তা হতে দেব না।’ পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিভেদের বিরুদ্ধে ও ঐক্যের পক্ষে সকলকে ভোট দিতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপি বিভেদের রাজনীতি করে। আর এক বছর পর লোকসভা নির্বাচন। ঠিক হবে সরকারে কে থাকবে। সকলে এসে নির্বাচনে ভোট দেবেন।’ এরপরে মুখ্যমন্ত্রী দক্ষিণ কলকাতার পার্ক সার্কাসের লাল মসজিদে যান। সেখান থেকে রিজওয়ানুর রহমানের বাড়িতে যান তিনি। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়। সেখানে রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তারপরে বাড়িতে গিয়ে কথা বলেন তার মা, দাদা রূকবানুর রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গে।