হাওড়া, ২০ এপ্রিল:- হাওড়া শহরে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় হাওড়া পুরভবনে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের পৌরহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, পুর কমিশনার ধবল জৈন, কেএমডিএ সহ হাওড়া পুরসভার পানীয় জল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তীব্র গরমে চারিদিকেই এখন পানীয় জলের সংকট। হাওড়া শহরের বহু জায়গায় পর্যাপ্ত পানীয় জলের অভাব রয়েছে বলে অভিযোগ।
বিশেষত সংযুক্ত এলাকায় জলের সরবরাহ নিয়েও অভিযোগ উঠেছে। সেই সমস্যা মেটাতে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপও নিয়েছে পুরসভা। কিন্তু পাকাপাকি সমস্যা মেটেনি। সেই কারণেই এদিন জরুরি বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। সার্বিকভাবে হাওড়া শহর ও লাগোয়া এলাকার পানীয় জলের সমস্যা মেটাতে কী কী পদক্ষেপ দ্রুততার সঙ্গে নেওয়া প্রয়োজন তা নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে।