এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের আগে তৃণমূলের নতুন কর্মসূচি নবজোয়ার, ঘোষণা অভিষেকের।


কলকাতা, ২০ এপ্রিল:- রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মতামত নিয়ে প্রার্থী ঠিক করবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সব জায়গাতেই এই পদ্ধতিতে প্রার্থী বাছাই করা হবে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে দলের জনভিত্তি মজবুত করতে তিনি আজ তৃণমূলে নব জোয়ার নামে নতুন কর্মসূচি ঘোষণা করেন। এর আওতায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত জনসংযোগ যাত্রার পাশাপাশি পঞ্চায়েতে প্রার্থী বাছাই করতে গ্রাম বাংলার মতামত নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। অভিষেক বলেন, বন্ধ ঘরে বসে প্রার্থী বাছাইয়ের প্রথা থেকে বেরিয়ে দেশের প্রথম দল হিসাবে তৃণমূল কংগ্রেস এবার সাধারণ মানুষের মতামত নিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রার্থী ঠিক করবে।

যারা দলের প্রার্থী হবেন তারা শুধুমাত্র মানুষের প্রতিই দায়বদ্ধ হবেন। অভিষেক জানান, আগামী ২৫ এপ্রিল থেকে তিনি কোচবিহারের দিনহাটা থেকে তিনি জনসংযোগ যাত্রা শুরু করবেন। মাস দুয়েক লাগাতার চলার পর গোটা রাজ্য পরিক্রমা করে তা দক্ষিণ ২৪ পরগনার সাগর বা কাকদ্বীপে শেষ হবে। তিনি জানান এই যাত্রার সময় ২৫০ র বেশি জনসভার আয়োজন করা হবে। প্রতি ব্লকে সভার পাশাপশি জেলা স্তরে অধিবেশন হবে। সেই অধিবেশনে দলের ব্লক স্তরের নেতাদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ উপস্থিত থেকে নিজের পছন্দের পঞ্চায়েত ভোটের প্রার্থীর নাম সুপারিশ করতে পারবেন। গোপন ব্যালটে তাদের মতামত নেওয়ার পর দলের বিশেষ একটি কমিটি এই ভোটের ভিত্তিতে দলের প্রার্থীর নাম স্থির করবে। দলের নেতাদের সুপারিশের ওপরে এবার সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই প্রার্থীর নাম স্থির করা হবে।