এই মুহূর্তে জেলা

প্রচন্ড গরমে তীব্র জল সংকট, নাকাল এলাকার মানুষ।

হুগলি, ২০ এপ্রিল:- হুগলি চুঁচুড়া পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের কাঁসারীপাড়া অঞ্চলে তীব্র জল সংকট। এলাকার মানুষদের অভিযোগ নতুন পাইপ লাইনে কাজ হওয়ার পর থেকে এই জনসংখ্যার দেখা দিয়েছে এলাকা জুড়ে। তীব্র তাপপ্রবাহ মধ্যে জল সংকটে মানুষ অস্থির হয়ে উঠেছে কিভাবে এর থেকে রেহাই পাওয়া যায়, তার দাবি জানাচ্ছে।

হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় জানান পানীয় একটি জলের রিজার্ভার খারাপ এবং যান্ত্রিক কিছু ত্রুটির কারণে এই জল সংকট সাময়িকভাবে হয়েছে কিন্তু যত দ্রুততা সম্ভব এর প্রতিকার করা হবে। ওই অঞ্চলে মানুষদের জন্য সাময়িকভাবে পৌরসভা থেকে জলের ট্যাংক দেওয়া হবে বলেও জানান পৌর প্রধান।