হাওড়া, ১৮ এপ্রিল:- তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের ডিউটি পরিসীমা কমাতে ভাবনা হাওড়া সিটি পুলিশের। প্রচন্ড গরম চলছে। যত বেলা বাড়ছে তাপপ্রবাহ তত পরিমাণ বাড়ছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষজন কম চলাচল করছে। শুধুমাত্র ট্রাফিক পুলিশদের দেখা যাচ্ছে তারা নিজের কাজ সঠিকভাবে করে চলেছেন। যতই গরম পড়ুক এবং তাপপ্রবাহ চলুক তারা কিন্তু তাদের কাজ থেকে বিরত হচ্ছেন না। এই কষ্টদায়ক ডিউটি করছেন হাওড়া ট্রাফিক পুলিশ। হাওড়া সিটি পুলিশের এসিপি (নর্থ-২ ডিভিশন) জর্জ অ্যালেন জন জানান, তাদের কাজ করার জন্য পুলিশ কমিশনারের উদ্যোগে তাদের হাতে ছাতা জলের বোতল, ওআরএস, রোদ চশমা, টুপি ও বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হচ্ছে।
যাতে করে তাদের কাজ করতে কষ্টটা একটু কম হয়। তিনি আরো জানান যাতে করে তাদের ডিউটি পরিসীমা একটু কম করা যায় সেই নিয়েও তারা আলোচনা করছেন। বালির বিধায়ক ডা: রানা চ্যাটার্জী ডাক্তার হিসেবে ট্রাফিক পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন কিভাবে এই তাপপ্রবাহ এবং প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে এবং নিজেকে ঠিক রাখতে কি কি ব্যবস্থাপনা নিতে হবে। তবে চোখের সামনে দেখা যাচ্ছে সত্যি ট্রাফিকের দুরবস্থা থাকা সত্ত্বেও ডিউটিটা তাদের ঠিকঠাক করতে হচ্ছে।