এই মুহূর্তে কলকাতা

করোনার প্রকোপ বৃদ্ধিতে ফের রাজ্যে নতুন করে বিধি মেনে চলার পরামর্শ।

কলকাতা, ১৮ এপ্রিল:- গোটা দেশের সঙ্গেই এরাজ্যে ফের একবার করোনার প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার ফের করোনা বিধি মেনে চলার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক এবং কো মর্বিডিটিতে ভোগা ব্যাক্তিদের সুরক্ষিত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের বিভিন্ন বিধি মেনে চলার পরামর্শ দেন। তারপরেই এদিন নবান্ন থেকে এই মর্মে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে রাজ্যে করো না সংক্রমণ বাড়লেও বেশিরভাগ ক্ষেত্রে মৃদু সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। তবে সামান্য কিছু ক্ষেত্রে হলেও রোগ জটিল আকার নিচ্ছে।

বিশেষ করে অত্যন্ত বয়স্ক এবং কোমরবিডিটি যুক্ত ব্যক্তি অর্থাৎ যাদের হার্ট কিডনি বা লিভার জনিত সমস্যা রয়েছে বা ক্যান্সার এবং এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তাই তাদের আপাতত ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু এবং গর্ভবতী মহিলাদেরও একই আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভিড়ে বা গণপরিবহনে মাস্ক ব্যবহার করার এবং স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা যারা এখনো পর্যন্ত কোভিডের তৃতীয় ডোজের ভ্যাকসিন নেননি তাদের অবিলম্বে তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।