এই মুহূর্তে কলকাতা

জনসাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা।


কলকাতা, ১৫ এপ্রিল:- জন রাজভবন কর্মসূচির আওতায় আজ থেকেই জনসাধারণের জন্য খুলে গেল কলকাতা রাজভবনের দরজা। সকাল সাড়ে ১০টা থেকে রাজভবনের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। হেরিটেজ ওয়াকে দর্শনার্থীদের রাজভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখানো হয়। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে রাজভবনে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে রাজভবন। সকালে নববর্ষ উপলক্ষে বিশেষ সাইকেল র‍্যালি ও শান্তি মিছিলের আয়োজন করা হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবন থেকে অনুষ্ঠানের সূচনা করেন। রাজভবন থেকে শুরু হয়ে এনসিসির সদস্যদের মিছিল রেড রোডে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসে রাজভবনে।

পাশাপাশি রাজ্যপালের সাইকেল ব্রিগেডের ২০০ জন সাইকেল আরোহী যাত্রা শুরু করেন। এদিনের অনুষ্ঠানের শুরুতেই বাংলা ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানান রাজ্যপাল। সাম্প্রতিক সময়ে রাজ্যের কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গেই রাজ্যপাল শান্তির বার্তা দেন। বিশেষত যুব সমাজকে শান্তি বজায় রাখতে তাদেরই অগ্রণী ভূমিকা নেওয়ার তিনি আবেদন জানান। নববর্ষের বিকেলে রাজভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নাচ-গান- আবৃত্তি সহ একাধিক অনুষ্ঠানে বাংলার ঐতিহ্য তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।