এই মুহূর্তে কলকাতা

রাজ্যের তিন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা দিল রাজ্য সরকার।

কলকাতা, ১৩ এপ্রিল:- অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ী ভারতের মহিলা দলের রাজ্যের তিন কৃতি খেলোয়াড়কে সম্বর্ধনা দিল রাজ্য সরকার।আজ আলিপুরে ধন্যধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিতাস সাধু , রিচা ঘোষ ও ঋষিতা বসুর হাতে স্মারক এবং পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন।তাঁদের বোলিং কোচ রাজীব দত্তকেও পুরস্কৃত করা হয়।

চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে কার্যত গুঁড়িয়ে দেন ভারতের মহিলা ব্রিগেড। এর আগে সিনিয়র মহিলা দল দু’বার ফাইনালে উঠলেও কাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভারতের। তরুণদের হাত ধরেই ভারতীয় মহিলা ক্রিকেটে বিপ্লব এসেছিল সেদিন।