হুগলি, ১২ এপ্রিল:- ঘোষণা করা হলো একসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলার সবকটি সংগঠনের জেলা কমিটি। বুধবার চুঁচুড়া খাদিনামোর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে জেলার মাদার, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। শুরুতে ৮২ জনের জেলা কমিটি ঘোষণা করেন মাদার সংগঠনের সভাপতি অরিন্দম গুইন্। একইসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের ৫০ জনের জেলা কমিটি ঘোষণা করেন জেলা যুব সভানেত্রী রুনা খাতুন। জেলার ৪৮ জনের জেলা তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করেন সভানেত্রী শিল্পী চ্যাটার্জি।
৭৫ জনের শ্রমিক সংগঠনের জেলা কমিটি ঘোষণা করেন জেলা আই এন টি টি ইউ সি জেলা সভাপতি মনোজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অসীমা পাত্র। এদিন অসীমা পাত্র জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে আগামী দিনে দল চলবে। শান্তিপূর্ণ ভাবে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হবে।