এই মুহূর্তে জেলা

হিন্দমোটরের বুকে আছড়ে পরল বিরাট আকারের ড্রোন ক্যামেরা।

হুগলি, ১০ এপ্রিল:- সোমবার সন্ধ্যায় হিন্দমোটরের বুকে আছড়ে পড়ল বিরাট আকারের ড্রোন ক্যামেরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যার মুখে হঠাৎই হিন্দমোটর ভূপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কাছে আকাশে একটি বিরাট আকারের ড্রোন উড়তে দেখা যায়। হঠাৎই দ্রুত গতিতে ড্রোনটি নিচের দিকে নেমে আসতে শুরু করে। তারপরেই প্রচণ্ড শব্দে আছড়ে পড়ে। প্রচন্ড আওয়াজে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ইতিমধ্যে কয়েকজন ব্যক্তি ওই ড্রোনটিকে একটি টোটোয় করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় মানুষ টোটোটিকে আটকে উত্তরপাড়া থানায় খবর দেয়। পুলিশ এসে ড্রোন সহ ওই ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

পরে তাদের সমস্ত নথি যাচাই করার পর ছেড়ে দেওয়া হয়। যারা এই ড্রোনটি উড়িয়েছিল তাদের বক্তব্য এই ড্রোনের মাধ্যমে হিন্দমোটর এলাকায় ওষুধের দোকানে ওষুধ সরবরাহ করা হবে। তারা দাবি করে ড্রোন ওড়ানোর জন্য তাদের প্রয়োজনীয় অনুমতি আছে। সাধারণ মানুষ শিবপুর ও রিষড়া কান্ডের পর এভাবে ড্রোন ওড়ানোর পিছনে কি উদ্দেশ্য আছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তিদের কাছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি রয়েছে। কিন্তু স্থানীয় থানাকে জানিয়ে ওই ড্রোন ওড়ানো হয়েছিল কিনা সে বিষয়ে পুলিশ কোন মন্তব্য করতে চায় নি। বাসিন্দাদের দাবি জনগণের স্বার্থে পুরো বিষয়টি খতিয়ে দেখুক পুলিশ প্রশাসন।