এই মুহূর্তে কলকাতা

দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমাতে আরও ৩০টি অত্যাধুনিক এম্বুলেন্স রাজ্যে।

কলকাতা, ১০ এপ্রিল:- মুমূর্ষ রোগীদের জীবন রক্ষা এবং পথ দুর্ঘটনায় প্রাণহানি সংখ্যা কমাতে আরও ৩০ টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এলো রাজ্যে। গুরুতর অসুস্থ ও আহতদের হাসপাতালেপৌঁছে দেওয়ার আগে পর্যন্ত যাবতীয় চিকিৎসা পরিষেবা রয়েছে এই অ্যাম্বুলেন্স গুলোতে। জীবন দায়ী চিকিৎসার নানা উপকরণ এমনকি ভেন্টিলেটর বিশিষ্ট এই অ্যাম্বুলেন্স গুলি কে প্রায় এক একটি মিনি হাসপাতাল বলা চলে। সোমবার নবান্নের সামনে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাম্বুলেন্স গুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন মুখ্যমন্ত্রী বললেন, ‘এর আগে ৬২৫টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে সাংসদদের টাকা থেকে। একটি হাসপাতালের আইসিইউতে যা যা সুবিধা থাকে, এই অ্যাম্বুলেন্সগুলিতেই থাকবে সেই সব পরিষেবা।

মোট ৩০টি অ্যাম্বুলেন্সের পিছনে খরচ হয়েছে ১০ কোটি টাকা।’ অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ১৭৩টি কমিউনিটি সেন্টার চালু করা হচ্ছে বলেও জানান কি কি আছে অ্যাম্বুল্যান্সগুলিতে? রয়েছে ট্রান্সপোর্ট ভেন্টিলেটর, অক্সিজেন সাপোর্ট সিস্টেম, পোর্টেবল সাকশন মেশিন, মনিটর, ডিফব্রিরিলেটার, সিরিঞ্জ পাম্প ও স্পাইন বোর্ডস। রাজ্যের ২৭টি জেলায় এই অ্যাম্বুল্যান্সগুলি পরিষেবা দেবে। সব জেলা পাবে একটি করে অ্যাম্বুল্যান্স। শুধুমাত্র কলকাতা, নদিয়া ও উত্তর ২৪ পরগনা পাবে দু’টি করে অ্যাম্বুল্যান্স পাবে। সোমবার অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধনের এই মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতা পুলিশে কমিশনার, স্বাস্থ্যসচিবও।