এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারি কর্মীদের বেতন প্রক্রিয়া মসৃণ করতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।


কলকাতা, ৫ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের অনলাইনে বেতন সংক্রান্ত প্রক্রিয়া আরো মসৃণ করতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমে (এইচআরএমএস) কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন আর্থিক বছরের শুরু থেকেই এইচআরএমএসে সাতটি নতুন ব্যবস্থা যুক্ত করার কথা অর্থ দফতরের তরফে জানানো হয়েছে। এতে কর্মীদের বেতন ব্যবস্থা পরিচালনা অনেক মসৃণ হবে। কোনও অফিসে কর্মীর বদলি, চাকরি সমাপ্তি হলে বেতনের বিল করার ক্ষেত্রে যে সমস্যা দেখা দিত নতুন ব্যবস্থায় তা থাকছে না।

বেতন থেকে বিভিন্ন খাতে টাকা কাটা, বিশেষ বিলের টাকা প্রদানের ক্ষেত্রেও সুবিধা হবে। স্বামী-স্ত্রী উভ঩য়েই সরকারি চাকরি করলে বাড়ি ভাড়া ভাতা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম কার্যকর করার ক্ষেত্রেও নতুন ব্যবস্থায় এটি সুবিধা হবে। পশ্চিমববঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সরকারি কর্মীদের বেতন প্রদান প্রক্রিয়া আরও সরল হবে নতুন ব্যবস্থায়। এতে সাধারণ কর্মীদের সুবিধা হবে।