হাওড়া, ২ এপ্রিল:- গত রামনবমীর দিন এবং তার পরের দিন হাওড়ার শিবপুর কাজীপাড়া পিএম বস্তি এলাকায় যে দাঙ্গা এবং হামলার ঘটনা ঘটেছে তা পরিকল্পনামাফিকই করা হয়েছে বলে এবার অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার দুপুরে বিজেপির হাওড়া জেলা সদর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, পুলিশের উপস্থিতিতেই কিছু হামলাকারী এবং দাঙ্গাবাজ ধর্মীয় উন্মাদ তারা এই হামলা করেছে। সুকান্তবাবু এদিন চ্যালেঞ্জ ছুড়ে দেন যে রামনবমী হবে, রামনবমী হচ্ছে এবং আগামী বছরও হবে। এবং এর থেকে দ্বিগুণ সংখ্যায় রামনবমী হবে এবং ওই রুট দিয়েই হবে।
তিনি বলেন, পুলিশ চাইলে দাঙ্গা হতো না। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। রামনবমী বা তার পরের দিন যেখানে দাঙ্গা হয়েছিল সেই জায়গায় আমরা আজকে গিয়েছিলাম। কিন্তু ১৪৪ ধারার অজুহাত দেখিয়ে আমাদের তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। অথচ উল্টোদিকে রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি ১৪৪ ধারা ভেঙে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন লোককে ভয় দেখাচ্ছেন। পঞ্চশীল অ্যাপার্টমেন্ট, বিবেক বিহার, শ্রী অ্যাপার্টমেন্ট সহ বিভিন্ন আবাসনে যেখানে হামলা হয়েছিল সেই সমস্ত আবাসনের সাধারণ মানুষ তারা গত তিনদিন ধরে প্রায় গৃহবন্দী অবস্থায় আছেন। কেউ তাঁদের খোঁজ নেবার প্রয়োজন মনে করেনি। আমরা গিয়েছিলাম তাদের সঙ্গে দেখা করতে। কিন্তু পুলিশ আমাদের তাদের সঙ্গে দেখা করতে দেয়নি। গোটা ঘটনা পুলিশ প্রশাসনের ব্যর্থতাতেই ঘটেছে বলে এদিন সুকান্তবাবু দাবি করেন।