হাওড়া, ১ এপ্রিল:- শিবপুরের অশান্তির ঘটনার জের। হাওড়ায় বেশ কিছু থানা এলাকায় বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। হাওড়া পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানা এলাকায় শুক্রবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এজেসি বোস থানা, সাঁতরাগাছি থানা, শিবপুর থানা, হাওড়া থানা, দাসনগর থানা, সালকিয়া এলাকা সহ মালিপাঁচঘড়া থানা এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট। অশান্তির ঘটনার জেরেই হাওড়া শহরে আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন।
সূত্রের খবর, শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত হাওড়া শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এমনকি, ইন্টারনেট প্রদানকারী সংস্থাগুলোকে হাওড়ায় জরুরি অবস্থার জন্য তাদের পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি শিবপুরের ওই এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। এদিকে, শনিবার হাওড়ার শিবপুর থানা এলাকার জনজীবন সকাল থেকেই স্বাভাবিক ছন্দে ফিরছে। প্রতিটি মোড়ে রয়েছে পুলিশ পিকেট। দোকানপাট খুলেছে এবং মানুষজন বেরিয়েছেন।