এই মুহূর্তে জেলা

কয়েক দফা দাবি নিয়ে হাওড়া জেলা পরিষদ অভিযান DYFI এর।

হাওড়া, ২৯ মার্চ:- ১০০ দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে, আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে এবং শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে লুটেরাদের পরিবর্তে জনগণের পঞ্চায়েত গড়তে বুধবার দুপুরে হাওড়া জেলা ডিআইএফআইয়ের তরফ থেকে জেলা পরিষদ অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। DYFI এর এই হাওড়া জেলা পরিষদ অভিযানে প্রায় হাজারেরও বেশি DYFI কর্মী সমর্থক মিছিলে অংশগ্রহণ করেছেন।

তবে মিছিল আটকাতে জেলা পরিষদের সামনে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ। এদিন DYFI এর মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। DYFI এর কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেধে যায়। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।