এই মুহূর্তে কলকাতা

সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়ালো রাজ্য।

কলকাতা, ২৭ মার্চ:- সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়াল রাজ্য। আজ মন্ত্রিসভার বৈঠকে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া। বৈঠক শেষে মানস ভুঁইয়া বলেন, ‘‌এবছর অ্যাড হক বোনাস দেওয়া হবে ৫ হাজার ৩০০ টাকা। গত বছর অর্থাৎ ২০২২ সালে দেওয়া হয়েছিল ৪ হাজার ৮০০ টাকা। এবছর ৩৯ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন তাঁরা এই সুবিধা পাবেন। গত বছর ৩৭ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন ছিল, তাঁরাই এই সুবিধা পেয়েছিলেন।’‌ মন্ত্রী জানান, ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হচ্ছে ১৬ হাজার টাকা। গত বছর দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা।

৩৯ হাজার ১টাকা থেকে ৪৯ হাজার পর্যন্ত যাঁদের বেতন তাঁরা এই সুবিধা পাবেন। গত বছর ৩৭ হাজার ১ থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত বেতনপ্রাপকরা এই সুবিধা পেয়েছিলেন। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বেতন হিসেব করে এই সুবিধা দেওয়া হচ্ছে। তিনি জানান, অবসরপ্রাপ্ত কর্মীরাও উৎসব ভাতা পান। রাজ্য সরকার তাদের উৎসবভাতা বাড়িয়েছে। এবছর তাঁরা পাবেন ২ হাজার ৯০০ টাকা। গত বছর ছিল ২ হাজার ৭০০ টাকা। ৩৩ হাজার টাকা পর্যন্ত পেনশনপ্রাপকরাই এই সুবিধা পাবেন। গত বছর ৩২ হাজার টাকা পর্যন্ত পেনশন প্রাপকরাই এই সুবিধা পেয়েছিলেন। রমজান মাস চলছে। সামনের মাসেই ঈদ। তার আগেই উৎসব ভাতা ঘোষণা করা হল। এই উৎসব ভাতা ঈদ ও শারদোৎসবের আগে দেওয়া হবে বলে জানা গেছে নবান্ন সূত্রে।