এই মুহূর্তে জেলা

রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের সিঙ্গুর থেকে সূচনা আগামীকাল মুখ্যমন্ত্রীর।


হুগলি, ২৭ মার্চ:- সারা রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের সূচনা হবে সিঙ্গুর থেকে আগামীকাল ২৮শে মার্চ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে সেই প্রকল্পের সূচনা করবেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সিঙ্গুরের রতনপুরে তৈরি করা হয়েছে মঞ্চ। পুলিশি নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে মঞ্চ সহ আশপাশের এলাকা।

কাজ খতিয়ে দেখতে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, চাঁপদানী বিধায়ক অরিন্দম গুইন, জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হুগলী জেলা গ্ৰামীন পুলিশ সুপার আমন দীপ সহ জেলার একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা। আগামীকাল মুখ্যমন্ত্রী সিঙ্গুরের মঞ্চ থেকে রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতের ১২ হাজার নূতন রাস্তার ‘পথশ্রী ও রাস্তাশ্রী’ প্রকল্পের আনুষ্ঠানিকএ উদ্বোধন করবেন।।