কলকাতা, ২৭ মার্চ:- বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে বরণ করে নিল রাজ্যবাসী। ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের তালে পা মিলিয়ে আদিবাসী সমাজের প্রতিভু রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে ধন্যবাদ জানালেন অভিভূত রাষ্ট্রপতি দ্রৌপদি মূর্মু।বললেন, ‘সবাইকে সমান ভাবা, সবাইকে সম্মান দেওয়া, সবাইকে আপন করার গুণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ অভিভূত।’ প্রথমবার রাজ্য সফরে আসা রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে রাজ্যসরকারের দেওয়া সম্বর্ধনা অনুষ্ঠানে এরকম নানা অপ্রত্যাশিত মূহুর্তের স্বাক্ষী থাকল রাজ্যবাসী। অন্যদিকে প্রথমবার রাজ্য সফরে এসে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা তুলে ধরলেন রাষ্ট্রপতি।
বললেন ত্যাগ বলিদান আত্মসম্মান তথা আত্মগৌরবের জন্য বাংলার পরিচিতি। শিক্ষা সংস্কৃতি সঙ্গীত সিনেমা নাটক চিত্রকলা থেকে খেলাধুলো জগতে বাংলার উজ্জ্বল নক্ষত্রদের তালিকা দীর্ঘ।রাজ্য সরকারের তরফে উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হল, ডোকরার তৈরি দুর্গা প্রতিমা এবং বিশ্ব বাংলার প্রতীক।মুখ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি একজন গোল্ডেন লেডি। প্রণাম জানাই আপনাকে। ম্যাডাম আপনাকে ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সব পলিটিক্যাল পার্টিকে, সব সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছি।’ মুখ্যমন্ত্রীর কথা মতই রাজ্যের বিনোদন থেকে খেলাধুলো সংস্কৃতির জগত এমনকি সাংবাদিক মহলের প্রতিনিধিরাও রাষ্ট্রপতির হাতে স্মারক এবং উপহার তুলে দেন।রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণে বলেন, ‘‘বাংলা আমার দ্বিতীয় ঘর। বাংলা আমার স্বপ্নের জায়গা। আমার স্বপ্নের জায়গায় আমাকে পাঠিয়েছেন রাষ্ট্রপতি।’’