কলকাতা, ২৫ মার্চ:- মহাবীর জয়ন্তিতে রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। এই ছুটি ৪ এপ্রিলের জায়গায় ৩ এপ্রিল দেওয়া হল। তিথি অনুযায়ী ৪ তারিখেই মহাবীর জয়ন্তি পড়ছে। তাই এই পরিবর্তন। শনিবার অর্থদপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ওই দিন রাজ্য সরকারি এবং সরকার অধীনস্থ সব দপ্তর, স্কুল, পুরসভা পঞ্চায়েত সহ সব অফিসেই ছুটি থাকবে।
Post Views: 289