এই মুহূর্তে জেলা

অসহায় মানুষদের আইনি পরামর্শ প্রদানে প্রশংসনীয় উদ্যোগ কানাইপুর পঞ্চায়েতের।

তরুণ মুখোপাধ্যায়, ২৫ মার্চ:- অসহায় মানুষদের আইনি পরামর্শ প্রদানের ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিল হুগলির কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত। প্রতিমাসের ২৫ তারিখে এই পঞ্চায়েতে জেলার বিশিষ্ট আইনজ্ঞদের পরামর্শ পাবেন মানুষেরা। শুধুমাত্র কানাইপুর নয় যে কোন জায়গার মানুষরা এই আইনি পরামর্শ শিবিরে এসে পরামর্শ নিতে পারবেন। এ বিষয়ে বলতে গিয়ে কানাইপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান আচ্ছে লাল যাদব জানালেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে নানা ধরনের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছে। এই কথা মাথায় রেখে আমরা ঠিক করি দুয়ারে সরকারের পাশাপাশি আমরা মানুষকে যদি আইনি পরামর্শ দিতে পারি তাহলে বহু অসহায় মানুষ তাদের অসুবিধার কথা আদালতের দরজায় নিয়ে যেতে পারবেন।

আইনজীবীরা কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সভা ঘরে এসে বিনা পারিশ্রমে মানুষকে আইনি পরামর্শ দিচ্ছেন, যার যা অসুবিধা আছে সেগুলো তারা উকিল বাবুদের কাছে ব্যক্ত করছেন এবং সেই অসুবিধা যাতে আইনের মাধ্যমে পরিত্রাণ পেতে পারেন সেই পরামর্শ তারা নিচ্ছেন। বিশিষ্ট আইনজীবী অরুণ আগরওয়ালা জানালেন আমরা এই শিবিরে আগত মানুষদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যা কি করে আইনের মাধ্যমে সমাধান পেতে পারেন সেই বিষয়গুলি তাদের বুঝিয়ে বুঝিয়ে বলছি, শনিবার সকাল থেকে প্রচুর মানুষ এখানে এসে আইনি পরামর্শ নিয়েছেন, আমাদের আশা এই পরামর্শের মাধ্যমে তারা ন্যায় বিচার পাবার লক্ষ্যে আদালতে দারস্ত হতে পারবেন।