এই মুহূর্তে কলকাতা

দুয়ারে সরকার মসৃণ ভাবে চালাতে আমলাদের পাশাপাশি নিযুক্ত করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের।


কলকাতা, ২৪ মার্চ:- মসৃণ ভাবে দুয়ারে সরকার কর্মসূচী চালানোর জন্য এবার শীর্ষ আমলাদের পাশাপাশি এবার নিযুক্ত হবেন শিক্ষক-শিক্ষিকারাও। জানা গেছে, দুয়ারে সরকার পরিচালনার জন্য এবার ৪৪জন আইএএস আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা পুরনিগম এলাকার ৩৩০জন শিক্ষক-শিক্ষিকাকেও এবারে ডাকা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার জেলার বদলে মহকুমাভিত্তিক ৪৪জন আইএএস আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দুয়ারে সরকার পরিচালনা করার জন্য। এই পদস্থ আধিকারিকদের পর্যবেক্ষণেই চলবে দুয়ারে সরকার শিবির। কলকাতা পুরনিগম এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদকে।

মেদিনীপুর ডিভিশনে মহকুমাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে ৯জন আইএএস অফিসারকে। জলপাইগুড়ি, প্রেসিডেন্সি, বর্ধমান এবং মালদা ডিভিশনেও একইভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে বাকি অফিসারদের মধ্যে। অন্যদিকে এবারে দুয়ারে সরকার কর্মসূচীর জন্য কলকাতা পুরনিগমের অধীনে থাকা স্কুলগুলি থেকেও ৩৩০ জন শিক্ষক-শিক্ষিকাকেও দুয়ারে সরকার কর্মসূচীর জন্য ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুরনিগমের ৪১২ জন পুরক্ররমী ও আধিকারিককেও দুয়ারে সরকার চালাতে ডাক দেওয়া হয়েছে। যদিও এরা সবাই কলকাতা শহরের মধ্যেই দুয়ারে সরকার কর্মসূচীর সঙ্গে জড়িত থাকবেন। জেলায় তাঁদের যেতে হবে না। উল্লেখ্য, আগামী ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে ‘দুয়ারে সরকার’ শিবির। এবারের শিবিরে ভবিষৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী এবং চোখের আলো সহ মোট ৩৪টি সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে। সেই সঙ্গে চলবে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু’র মতো প্রকল্পগুলির আবেদন গ্রহণের কাজও।