হাওড়া, ২৩ মার্চ:- নগদ টাকা ও সোনা উদ্ধারের পর এবার হাওড়া স্টেশন থেকে আটক অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী মহিলা। হাওড়া স্টেশনে আরপিএফ অফিসারদের হাতে ধরা পড়েন ওই দুই বাংলাদেশী। বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটে নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ওই দুই মহিলাকে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহের বশে আরপিএফ অফিসাররা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জানা যায় এই দুই মহিলা বাংলাদেশের খুলনার বাসিন্দা। এরা দুজনেই বাংলাদেশের ফুলবাড়ী ঘাট মিরারডাঙ্গা খুলনার বাসিন্দা।
আরপিএফ অফিসাররা আরও জিজ্ঞাসা করে জানতে পারেন তারা এদেশে বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই মালদার ইন্দো-বাংলা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেছেন। মূলত বাংলাদেশ থেকে কাজের সন্ধানেই তারা ভারতে এসেছে এমনটাই জানিয়েছেন তারা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি কি-প্যাড, বাংলাদেশী মোবাইল ফোন। এছাড়াও দুটি একশ টাকার নোট, একটি ৫০ টাকার নোট, দুটি কুড়ি টাকার নোট ও একটি ১০ টাকার নোট এদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এদের আটক করে নির্দিষ্ট ফরেনার্স আইনের ধারায় মামলা শুরু হয়েছে।