এই মুহূর্তে জেলা

ফের দুর্ঘটনা নবান্নর কাছে।

হাওড়া, ২৩ মার্চ:- ফের দুর্ঘটনা নবান্নর কাছে। এবার দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তার শার্প বেন্ডের ইউটার্নের মুখে মাল বোঝাই লরি ওভারলোডের কারণে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে সব প্লাইবোর্ড পড়ে যায় রাস্তায়। বিঘ্ন হয় যান চলাচলে। এর কয়েকদিন আগেও গত সোমবার নবান্নের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি ঘটে। আহত হয় চালক, খালাসি। সোমবার ভোরে নবান্নের কাছে কাজীপাড়া এবং

টোলপ্লাজার সংযোগস্থলে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এর জেরে রাস্তায় বালি পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এরপর হাইরোড থেকে হাইড্রা এনে তার সাহায্যেই লরিটি তোলার ব্যবস্থা করা হয়। ওই দুর্ঘটনার জন্য রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শিবপুর কাজীপাড়া অভিমুখী সব গাড়িকে টোলপ্লাজা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের দুর্ঘটনা ঘটল।