এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের আগে সংগঠনকে শক্তিশালী করতে মহিলাদের জনসংযোগে জোর তৃণমূলের।

কলকাতা, ১૧ মার্চ:- আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করতে তৃনমূল কংগ্রেস দেশের আঞ্চলিক বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আজ দক্ষিন কলকাতার কালীঘাটে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনে দলের শীর্ষ নেতা-নেত্রীর সঙ্গে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই নিয়ে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের সঙ্গে আজ বৈঠকের পরে আগামী ২৩ মার্চ দলনেত্রী ওড়িশার মুখ্যমন্ত্রী বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়কের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন।

পরে দিল্লিতে গিয়েও দলনেত্রী বৈঠক করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী কংগ্রেস ও সিপিএম রাজ্যে বিজেপির সঙ্গে একজোট হয়ে কাজ করে দলকে অস্বস্তিতে ফেলছে বলে তিনি জানান। রাজ্যে দল একাই চলবে বলে ঠিক হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে দিদির দূত কর্মসূচীর পাশাপাশি দলের মহিলা সদস্যদের নিয়ে জনসংযোগে গুরূত্ব দেওয়ার বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। দলনেত্রী নিজে মাসে তিনবার জেলাস্তরে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন বলে সুদীপবাবু জানিয়েছেন। নিয়োগ দূর্নীতি সহ অন্যান্য অভিযোগে দলের যে সব নেতা জেলে রয়েছেন তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান হয়েছে।