এই মুহূর্তে কলকাতা

১২৮ টি পুরো এলাকার জমে থাকা জঞ্জাল সাফাই এর সিদ্ধান্ত।


কলকাতা, ১૧ মার্চ:- রাজ্যে কঠীন বর্জ্য ব্যবস্থাপনা কে আরও মজবুত করতে রাজ্য সরকার বায়ো মাইনিং পদ্ধতি অনুসরণ করে ১২৮ টি পুর এলাকার জমে থাকা জঞ্জাল সাফাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ওই পুর এলাকাগুলির ১২৩ টি লিগ্যাসি ওয়েস্ট বা দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তুপ সরিয়ে ফেলা হবে বলে রাজ্যের পুরো ও নগরোন্নয়ন দফতর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যপারে সম্প্রতি এক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দফতরের বিশেষজ্ঞরা বিভিন্ন পুর এলাকা পরিদর্শন করে এই রিপোর্ট তৈরি করেছেন।

তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্জ্যের প্রক্রিয়াকরণের জন্য বিশেষজ্ঞ সংস্থা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শুরুর ১৫ মাসের মধ্যে তা সম্পূর্ণ করার শর্ত দেওয়া হয়েছে। এই একই পদ্ধতি অনুসরণ করে ইতিমধ্যেই ধাপার মাঠের আবর্জনার স্তূপের ৫০ শতাংশ কমিয়ে ফেলা হয়েছে। এখনো সেখানে ১ লক্ষ ১০ হাজার মেট্রিকটন আবর্জনা সেখানে রয়ে গিয়েছে। যা সরিয়ে নেওয়ার কাজ চলছে। এই কাজে ২৭১ কোটি টাকা খরচ করা হয়েছে বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। সেখানে একটি ফুটবল মাঠ তৈরি করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।