এই মুহূর্তে কলকাতা

পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত মিলবে বলেই আশাবাদী সরকার।

কলকাতা, ১২ মার্চ:- পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তিতে পাওয়া টাকায় গ্রামীণ উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করতে মাত্র দেড় মাসের মধ্যেই ১,১৭১ কোটির বেশি টাকার কাজের টেন্ডার ডাকার কাজ শেষ করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির সিংহভাগ টাকার কাজের বরাত দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গত বারের প্রাপ্য টাকারও প্রায় ৭০ শতাংশ খরচও করে ফেলেছে রাজ্য। এর ফলে চলতি বছর দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত মিলবে বলেই আশাবাদী রাজ্য সরকার। জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারির শেষে পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির ১,৬৬০ কোটি টাকা পেয়েছিল রাজ্য। কয়েকদিনের মধ্যে তা জেলায় জেলায় বণ্টন করা হয়। পরিসংখ্যান বলছে, দেড় মাসে ১,১৭১ কোটির বেশি টাকার কাজের টেন্ডার হয়েছে।

দ্রুত শুরু হবে কাজ। ভোটের আগেই যাতে এই কাজগুলির ৩০ শতাংশ শেষ করা যায়, সেই লক্ষ্যে জেলাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গত বছর এবং চলতি বছরের টাকা খরচ নিয়ে যে রিপোর্ট দিল্লিতে দেওয়া হয়েছে, তাতে তাঁরাও সন্তোষ প্রকাশ করেছেন। ফলে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তিতে প্রায় ১ হাজার কোটি টাকা দ্রুত পাওয়ার আশা করছে রাজ্য সরকার। গ্রাম বাংলার দিকে এখন চোখ ঘোরালে দেখা যাবে সেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে জোর কদমে রাস্তা, পানীয় জল, নিকাশি ইত্যাদির কাজ হচ্ছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত একমাত্র মালদা জেলা তাদের প্রাপ্য সব টাকার কাজের বরাত দিয়ে ফেলেছে। বীরভূম, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রক্রিয়া শেষের পথে। আধিকারিকদের মতে, ১০০ দিনের কাজ বন্ধ থাকায় গ্রামীণ উন্নয়ন কিছুটা থমকে রয়েছে। কিন্তু অর্থ কমিশনের টাকায় যাতে মানুষের জন্য কিছু কাজ করা যায়, সেই জন্য বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে।