এই মুহূর্তে কলকাতা

আবাস দুর্নীতি নিয়ে রাজ্যকে ক্লিনচিট কেন্দ্রের, জানালেন মন্ত্রী।


কলকাতা, ১০ মার্চ:- রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে বিরোধীরা লাগাতার অভিযোগ তুললেও কেন্দ্রীয় সরকারের পর্যবেক্ষক দল রাজ্যকে ক্লিন চিট দিয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করেছেন। রাজ্য বিধানসভায় আজ দফতরের বাজেট বক্তৃতায় অংশ নিয়ে আবাস প্রকল্প প্রসঙ্গে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, এ রাজ্যের বিজেপি নেতারা বারবার অভিযোগ করায় আবাস যোজনার কাজকর্ম খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল রাজ্যে এসেছিল। ওই দলের প্রতিনিধিরা বিভিন্ন জেলায় গিয়ে প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন। পরে মুখ্যসচিবকে চিঠি দিয়ে তাঁরা জানিয়েছেন, রাজ্যে ওই প্রকল্প রূপায়নে কোন দুর্নীতির খোঁজ পাওয়া যায়নি। অথচ কেন্দ্রীয় সরকারের দেওয়া যাবতীয় শর্ত পূরণ করা সত্ত্বেও আবাস যোজনার বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে রাজ্য এখনো বঞ্চিত রয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী অভিযোগ করেন।

তিনি বলেন গত বছর নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় ১১ লক্ষ ৩৬ হাজার বাড়ি তৈরীর অনুমোদন দিয়ে এক মাসের মধ্যে প্রাপকদের তথ্য যাচাই করে কেন্দ্রীয় পোর্টালে তোলার নির্দেশ দেয়। না পারলে রাজ্যের কোটার বাড়ি অন্য রাজ্যকে দিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। রাজ্য সরকার দিনরাত এক করে সেই কাজ শেষ করে। তা সত্ত্বেও এ পর্যন্ত ওই প্রকল্পের সুবিধা প্রাপকদের টাকা এখনো মেটানো হয়নি। আগামী দিনে আবাস যোজনার নতুন প্রাপকদের যে তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তাও এ পর্যন্ত অনুমোদন করা হয়নি বলে পঞ্চায়েত মন্ত্রী বিধানসভায় জানিয়েছেন। এর আগে বাজেট বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চায়েতের গ্রাম সভায় আবাস যোজনার প্রাপকদের তালিকা অনুমোদন করিয়ে নেওয়ার প্রস্তাব দিলে পঞ্চায়েত মন্ত্রী তা গ্রহণ করেছেন। আলোচনা শেষ ে বাজেট প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়।