এই মুহূর্তে কলকাতা

এবার ধাপার মাঠে মাথা তুলবে ফুটবল মাঠ।

কলকাতা, ৯ মার্চ:- ধাপার মাঠের আবর্জনার স্তূপের অস্তিত্ব এবার থাকবে শুধুই মানুষের স্মৃতিতে। সেখানে এবার মাথা তুলবে পুর দস্তুর ফুটবল মাঠ। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ইতিমধ্যেই ধাপর মাঠে দশকের পর দশক ধরে জমে থাকা আবর্জনার ৫০ শতাংশ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। এখনো সেখানে ১ লক্ষ ১০ হাজার মেট্রিকটন আবর্জনা সেখানে রয়ে গিয়েছে। যা সরিয়ে নেওয়ার কাজ চলছে। এই কাজে ২৭১ কোটি টাকা খরচ করা হয়েছে বলে পুরমন্ত্রী জানান।

অন্যদিকে রাজ্যের শহরাঞ্চলের মানুষকে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিটি পুরসভা এলাকায় পানীয় জল প্রকল্প তৈরি করছে। রাজ্যের ১২৮ টি পুরসভার মধ্যে ১১৫ টিতে এই জল প্রকল্প তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বিধানসভায় জানিয়েছেন। পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেট আলোচনার শেষে জবাবী ভাষণে তিনি বলেন এই প্রকল্পে এপর্যন্ত প্রায় ২৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে। বাকি পুরসভা গুলিতেও দ্রুত গতিতে প্রকল্প নির্মাণের কাজ চলছে।