এই মুহূর্তে কলকাতা

অ্যাডিনো সংক্রমণ নিয়ে বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাবকে ঘিরে উত্তপ্ত বিধানসভা।

কলকাতা, ৯ মার্চ:- রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের প্রকোপ ও তার জেরে শিশুমৃত্যু নিয়ে বিধানসভায় আলোচনা দাবি করে বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাবকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রথমার্ধে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ওই প্রস্তাব পেশ করে বলেন রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণে শিশুমৃত্যু ঘটছে। রাজ্য সরকার তাদের রক্ষা করতে ব্যর্থ কারণ হাসপাতালে পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত পরিকাঠামো নেই।

উত্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিরোধীদের মুলতুবি প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন গত ৬ মার্চ সভায় মুখ্যমন্ত্রী এপ্রসঙ্গে বিস্তারিত বিবৃতি দিয়েছেন। সেসময় বিরোধীরা উপস্থিত ছিলেন না। এখন মুলতুবি প্রস্তাব এনে অধিবেশনের অন্যান্য গুরুত্বপূর্ন কর্মসূচি বিঘ্নিত করতে চাইছেন। এরপর বিজেপি বিধায়করা সভায় শ্লোগান দিতে থাকে। অধ্যক্ষ্য প্রথমার্ধে্য অধিবেশন মুলতবি করে দিলে তাঁরা বিধানসভার লবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে অ্যাডিনো পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন।