এই মুহূর্তে কলকাতা

রাজ্যের দুই হসপিটালকে পুরস্কৃত করলো কেন্দ্র।

কলকাতা, ৮ মার্চ:- পরিষেবা ও গুণমানের নিরিখে রাজ্যের দুই সরকারি হাসপাতালকে পুরস্কৃত করল কেন্দ্র। জাতীয় স্তরে স্তরে পুরস্কৃত হওয়া রাজ্যের দুই হাসপাতাল হল উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতাল ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল। জানা গিয়েছে, এই দুই সরকারি হাসপাতালের লেবার রুমের গুণমানের জন্য এই পুরস্কার মিলেছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলির প্রসূতি বিভাগ যাচাই করা হয়। জাতীয় স্তরে সেই পরিদর্শনের পর বাংলার এই দুই হাসপাতালের প্রসূতি বিভাগ পুরস্কৃত হল।

ভাল পরিষেবা ও গুণমানের যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে বসিরহাট জেলা হাসপাতাল ও বারুইপুর মহকুমা হাসপাতাল ৮৭ থেকে ৯৫ শতাংশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আর সেইজন্য বাংলার এই দুই সরকারি হাসপাতালকে শংসাপত্র দিয়েছে কেন্দ্র।উল্লেখ্য এর আগে রাজ্যের একাধিক প্রকল্পকে পুরস্কৃত করেছে কেন্দ্র সরকার। রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার পুরষ্কৃত হয়েছিল রাষ্ট্রপতি ভবন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই কর্মসূচি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পায়।