এই মুহূর্তে জেলা

হাওড়ায় দোলের দিন জেলায় বেপরোয়া গাড়ির দুর্ঘটনার বলি ৭।

হাওড়া, ৮ মার্চ:- মঙ্গলবার দোলের দিন হাওড়া জেলা জুড়ে বেশ কয়েকটি দুর্ঘটনার বলি হয়েছেন মোট ৭ জন। হাওড়া সিটি পুলিশ এলাকায় সালকিয়া বাঁধাঘাটের কাছে মঙ্গলবার রাতে একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন বাইক আরোহী দুই যুবক। পুলিশ সূত্রের খবর, সালকিয়ায় বড় মা মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই দুই যুবকের। এরা হলো রোহন গুপ্ত (২৪) ও পীযুষ আগরওয়াল (২৬)। দু জনেই ব্যবসায়ী। বাড়ি হাওড়ার বাঁধাঘাট এলাকার বাজলপাড়ায়। মঙ্গলবার রাতে এরা বাইক নিয়ে শ্রীঅরবিন্দ রোডে মদ্যপ অবস্থায় বাইকে যাচ্ছিল। দুজনের মাথাতেই হেলমেট ছিল না। বড় মা মন্দিরের কাছে তারা এক পথচারীকে ধাক্কা মেরে সামনের ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে। দুজনেই গুরুতর জখম হয়। তাদের প্রথমে জয়সোয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় বাজলপাড়ায় শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি উলুবেড়িয়া ও আমতা থানা এলাকায় মদ্যপ অবস্থায় বেপরোয়া গতির বলি পাঁচ। মাত্র তিন ঘন্টার ব্যবধানে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু হয় এনের। জানা গিয়েছে, মঙ্গলবার দোলের দিন দুপুরে উলুবেড়িয়া থানার গঙ্গারামপুরে বাইকে চেপে কালিকাপুরের বাসিন্দা তিন যুবক উলুবেড়িয়ার দিকে যাচ্ছিলেন। বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোষ্টে সজোরে ধাক্কা মারে এদের বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃতদের নাম নিতাই পাল (২৬) ও প্রদ্যুৎ মাইতি (২৪)। এই ঘটনায় রবীন পাল নামে আরও এক যুবক অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্য ঘটনাটি ঘটে আমতা থানার চন্দ্রপুর ফাঁড়ির পানপুর অশ্বত্থতলায়। আমতা-রানীহাটি রুটে সোমেশ্বরের বাসিন্দা তিন যুবক দ্রুত গতিতে বাইকে চেপে রানীহাটির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতার দিকে আসা একটি বাইককে মুখোমুখি ধাক্কা মারে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অন্য দুই জনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। এই ঘটনায় দুটি এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে।