এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে মহা সমারোহে পালিত দোল উৎসব।

হাওড়া, ৭ মার্চ:- বেলুড় মঠে দোল উৎসব মহা সমারোহে পালিত হচ্ছে। প্রত্যুষে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের শুরু হয়। এরপর সকালে হয় ঊষা কীর্তন। সন্ন্যাসী মহারাজেরা ঠাকুরকে প্রণাম করে ঢোল করতাল আবির নিয়ে উষাকীর্তন করতে করতে গোটা মন্দির এবং মঠ প্রাঙ্গন প্রদক্ষিণ করেন। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর মিষ্টি মুখ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সন্ন্যাসী মহারাজরা এই অনুষ্ঠানে সামিল হন। তবে এবার মঠে উপস্থিত রয়েছেন বহু সাধারণ ভক্ত দর্শনার্থীরা।