কলকাতা, ৬ মার্চ:- বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজভবনের তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে। রবিবার পুলিশে নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান হয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে আর জানানো হয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের কাছে এমন কোন বার্তা আসেনি।
প্রসঙ্গত বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য হয়ে আসার পরেই নানা বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তার বিরোধ লেগে ই আছে। শনিবার উপাচার্যকে ফল ভালো হবে না বলে হুমকি দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলে নেতা কাজল শেখ। তার হুমকির পরে ই রাজভবন থেকে বিদ্যুৎ চক্রবর্তীকে নিরাপত্তা দিতে বলায়, রাজনৈতিক মহলে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। রাজ্য সরকার আদৌ তাঁকে নিরাপত্তা দেবেন কিনা তা নিয়ে ও শুরু হয়েছে সংশয়।