হাওড়া,৪ মার্চ:- ভাঙরের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি ৪২ দিন পর প্রেসিডেন্সি জেল থেকে এদিনই মুক্তি পান। আইএসএফ এর কর্মী সমর্থকরা নৌশাদকে শুভেচ্ছা জানান। দীর্ঘ বিয়াল্লিশ দিন পর জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ নেতা ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। শনিবার ফুরফুরা শরীফে যাবার আগে হাওড়ার সাঁত্রাগাছিতে গড়ফায় কোনা এক্সপ্রেসওয়েতে আইএসএফ কর্মী সমর্থকরা নৌশাদ সিদ্দিকিকে সম্বর্ধনা দেন। শনিবার সকাল থেকেই হাওড়ার গড়ফা মোড়ে ছিল সাজো সাজো রব। এদিন সিদ্দিকির গাড়ি এখানে আসতেই কর্মী সমর্থকরা ভাইজান বলে উল্লাসে ফেটে পড়েন।
তাঁকে মালা পরিয়ে সমর্ধনা জানান তাঁরা। কর্মী সমর্থকরা বলেন ভাইজান এতদিন পর ছাড়া পেয়েছেন। আমরা খুব খুশি। সত্যের জয় হয়েছে বলে জানান এখানে উপস্থিত কর্মী সমর্থকরা। পুষ্পবৃষ্টি করেন কর্মীরা। হুড খোলা গাড়িতে ছিলেন তিনি। তিনি বলেন, ‘এতো মানুষ আমাকে ভালবাসে। তারজন্য ধন্যবাদ। এদের আবেগকে আমি সম্মান করি। এই আবেগকে আমি টাকার বিনিময়ে বিক্রি করতে পারিনা। আমার রাজনৈতিক জীবনে অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অসংসদীয়, অনৈতিক একটাও শব্দ আমি কখনো বলিনি। আমি সবসময় গঠনমূলক কথা বলার চেষ্টা করি। মানুষকে ঐক্যবদ্ধ হবার কথা বলি।’