এই মুহূর্তে জেলা

মেধার বিকাশ ঘটাতে কন্যাশ্রী ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের।

হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- প্রথাগত পড়াশুনার বাইরে ছাত্রীদের অন্যান্য বিষয়ে মেধার বিকাশ ঘটাতে কন্যাশ্রী ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিল মহকুমা প্রশাসন।সোমবার ড্যানিস গর্ভনর হাউসে বিতর্ক প্রতিযোগিতায় হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক সন্দীপ ঘোষ,মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, বেথুন কলেজের অধ্যাপিকা সংযুক্তা রায়,শতরুপা রায় সহ জেলা কন্যাশ্রীর নোডাল অফিসার ইন্দ্রানী ভট্টাচার্য ও প্রশাসনের আধিকারিকেরা। মহকুমা প্রশাসন সূত্রে খবর কন্যাশ্রী ছাত্রীদের জন্য জেলা প্রশাসন এবং বেথুন কলেজ ডিবেট ক্লাবের মিলিত উদ্যোগে একটি ডিবেট সোসাইটি গঠিত হয়েছে।

কন্যাশ্রী মেয়েরা যাতে নিজেদের মতামত, চিন্তাভাবনা নিজেরাই স্বাধীন ও নির্ভীক ভাবে ব্যক্ত করতে পারে সেই জন্য প্রায় এক বছর আগে শ্রীরামপুর গার্লস স্কুলের মেয়েদের নিয়ে একটি বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছাত্রীদের তরফে যে পরিমাণ উৎসাহ এবং সাড়া পাওয়া গিয়েছিল তার ভিত্তিতেই এ দিন জেলাভিত্তিক ডিবেট সোসাইটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। প্রথমে মহকুমা স্তরে পাঁচটি বিদ্যালয় কে বেছে নিয়ে বেথুন কলেজ ডিবেট ক্লাবের তত্ত্বাবধানে কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। এরপর ধীরে ধীরে জেলার সকল স্কুলকেই এই কর্মসূচির আওতায় আনা হবে।বেথুন কলেজের অধ্যাপিকা শতরুপা রায় বলেন,ছাত্রীরা নানা বিষয়ে আলোকপাত করছে।আগ্রহ দেখাচ্ছে।তাই এই ধরনেই কর্মসূচি ছাত্রীদের বিকাশে সহায়ক হবে।