এই মুহূর্তে কলকাতা

পরীক্ষা ব্যবস্থা দেখতে জেলা সফরে পর্ষদ সভাপতি।


কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে জেলাসফর শুরু করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ সকাল থেকে মালদহের একাধিক স্কুল পরিদর্শন করেন তিনি। বিভিন্ন স্কুলে গিয়ে সেখানকার প্রধান শিক্ষক এবং ভেন্যু ইনচার্জদের সঙ্গে কথা বলেন রামানুজবাবু।

পরীক্ষার্থীদের বসার ঘর, সিসি ক্যামেরা, শৌচাগার প্রভৃতির ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি। জেলা পরিদর্শন সম্পর্কে তিনি বলেন, পর্ষদের পক্ষ থেকে জেলায় যে সব নির্দেশ পাঠানো হয়েছিল, সেগুলি ঠিকভাবে কার্যকর করা হয়েছে।